অধ্যায় একঃ
--------------------
তোমাদের চোখে লক্ষ বেদনা দেখে অাকাশ নামুক অামার ঘরে;
অামি পাখির ভাষায় অশ্রুতে রঙধনু এঁকে দিয়ে যাব।
অধ্যায় দুইঃ
--------------------
উড়ন্ত চাকুতে প্রিয়ার মৃত্যু নয়--বাসর ঘর,
যৌবনে রক্তস্নান নয়---অশ্রুতে অলিখিত অাত্মপরিচয়;
কিছু জখমের বুকে এতিম বেদনার অাজন্ম মেয়াদ...
নৈঃশব্দের ক্ষুধা হলো জানালার ফাঁকে বাসি চাঁদ,
মানছি,প্রত্যাখ্যানের অাগে গ্রহণের যোগ্যতা লাগে বেশি,
কিন্তু ভিন্ন স্পর্শে তুমি কেমন অাছো?