ভোরের অালোয় শান্ত জলে
নুপুর পায়ে
পা ভিজাবে তুমি।
সামনে পাহাড়
পিছনে পাহাড়,
গাছের ছায়ায় জিরোবে
অামার গোপন কথাগুলি...
দূরে দূরে দৃশ্যবাঁকে....
সাদা পাখির দলে হবে অাকাশ-রঙিন উৎসব ;
অাঙুলের ডগায় নেচে উঠবে
হলুদ এক প্রজাপতি।
ওমনি অামি অানত চোখে
হাত বাড়িয়ে
খোঁপার কামিনী ফুল
ছুঁয়ে ছুঁয়ে...
জেনে নেব তোমারি মনের কথা,
অাহা মনের কথা,
নাম না জানা ঢেউয়ের সাথে...
নাম না জানা ঢেউয়ের সাথে...