অামাকে চিনতে পারছো?
মালবিকা...
অামি পৃথিবী-রশির মুখে
একজন ফাঁসহীন উত্তরাধিকার।
অামার হৃদয় স্ফটিকের মিনারে
জ্বলজ্বল অশ্বিনীতারা
ক্রমাগত ছুটে যাচ্ছে প্রভাতসূর্যের নিরাময়ে
ত্রৌঞ্চ -দাহপাশে ফুটাতে বিশ্ববোধ।
মালবিকা...
তুমি যদি শূন্য-কল্প-কলোনীর দরজা খুলে
দয়ায় কিংবা ভিক্ষায়
শরীর-ছক কেটে
এনে দাও প্রাচীন বনফুলের প্রেম;
নিঃসংকোচে অামি তুলে দিব
বুকের উচ্চতা হতে
চক্রবূহ্য-ভেদ-জ্ঞান।
তুমি যদি মুক্তির অলখ যাত্রায়
কাঁপিয়ে তুলো হৃদয়ের উচ্চারণ,
শব্দের নীচে অামাকে দেখবে অালোর অনুগামী...
মালবিকা!