তপ্ত খাঁ খাঁ
      সোনাঝরা দুপুরের মত
                               অস্তিত্বের অালোয়
কতটুকু প্রণয় দিলে
              ঘাম ঝরিয়ে তাঁবু গাড়ে হৃদয়ে?


                             গতরে উপুড় হয়ে অাছে
                বাংলাদেশের ছাদ।

চুইয়ে পড়ছে
        গোলাপের নিষিদ্ধ রন্ধ্র হতে
                        শহুরে থাবা শব্দতিক্তরস...


অবাক স্পর্শের রেখা হতে সময়ের জান্তব ঘুম
রমণী-কাতর অধিকারে
                         কেউ  নেই  কেউ নেই


মাথাশূন্য ছায়াগুলি
                  দৌঁড়ায় দৌঁড়ায় দৌঁড়ায়....

উল্টানো পা স্ব-বেগে পিছু পিছু,
                           গলায় ঝুলানো ছলনা
              ধুকপুক ধুকপুক নিশিপালিত বুক....


চোয়ানো ব্যথা
                      সমাহিত সমুদ্রে।
                                 স্নানসিক্ত নিঃশ্বাস...
রমণী হয়ে ওঠে জল
             কাঁচা-স্রোতে জাতক অভ্যুদয়!


            বাড়ি ফেরে,  বাড়ি ফেরে
কে?কে?
           অালোর বৈঠা হাতে কলম-মাঝি
                  দরজায় পর্দা
সাড়া নেই,চুপ---------

কেউ দেখোনি?

বাঁকানো অাঙুলে নাগরিক প্রচ্ছদ;
                পাতায়-পাতায় ছদ্মবেশী লাল-অক্ষর
মূলত ভেতরের যৌবন তুচ্ছ করে যুদ্ধ হানে
              ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার হৃদয়ে...