নিশি-বৃত্তান্ত
-------------
অক্লেশে,রূপের ফ্যান্টাসী ছুঁয়ে গুলি মেরেছো
বাধ্য বুকের লাল গোলাপে
অথচ অবুঝ রক্ত সলিলে
অামার যুদ্ধবাজ অাকুতি-রঙ
তোমার নামে
জীবনের তুচ্ছতাকে মহান করেছে
স্রেফ হৃদয়ের অাধেক-মাইল প্রান্তরে...
বাকি অাধেক ---রমণীয় উত্তাপ তুমি
মন নিথর,
মস্তিষ্কে জীবন্ত উষ্ণ ঘুম
সমস্ত বেদনার মাংস ধুয়ে
খাদ্য হব অামি হৃদয়ের
মৃত্যুকেও হাসাতে পারি সে তুমি কারণ...
ওষ্ঠে দাঁড়িয়ে থাকা দরিদ্র শিশির কান্না
কখনো হেঁটে যাবে না "বাধ্য বুকের লাল গোলাপে"
যেহেতু বেদনার প্রেমে পড়ে অামরা প্রেমপূর্ণ।
অবশিষ্ট সে তো তুমি-অামি...
এ জগৎ মানেই ধুলো, গুটিকতক পায়চারী
অথচ এতটুকু প্রেম দিলেই বাঁচে জীবাশ্ম পদচিহ্ন।
---------------------------------
[স্তবক(১)=ইথার
স্তবক(২)=কবি মায়িশা তাসনিম ইসলাম
স্তবক(৩)=ইথার
স্তবক(৪)=কবি মায়িশা তাসনিম ইসলাম
স্তবক(৫)=ইথার]