[কখ কখ,গঘ গঘ: ঙচ ঙচ,ছছ]
বাইরে থাকুক যতই অাঁধার মেলা
বুকের ভেতর প্রদীপ অামার জ্বলে,
প্রেমের হাওয়ায় এ স্বরলিপি খেলা
অহর্নিশি অাশা-নিরাশায় যায় দোলে।।
মন, কালা রঙে নয়-দরজায় হাঁটে
সই,চলে অায় এ অাঁধার মুছে দিয়ে
ব্যথাকে ধরিতে অামারই অশ্রু-ঘাটে,
গানের পাখি উড়িয়ে যা হৃদয় নিয়ে।।
কখনো মৃত্যু হতে যদি ফিরেই যাই
কোন নামেতে লেখা হবে এ অাত্মদান?
কখনো ও পথে যদি ঠিকানা হারাই
সই,চরণে জায়গা দিস ভেঙে মান।
রূপের ঘরে তিন তারে সাধু-বাজার
জন্মই হোক অামার অালোর অাহার।।