অাপন মসনদে গর্জে ওঠে যে শার্দূল
তাকে মার্জনা করো অশ্রু শায়িত শবনম!
সুবাসে সুবাসে কাঁপিয়ে দাও
গুলহায়ে সাফীদ গুলহায়ে সাফীদ!
তুমি অাছো দিল্ অাফরোজ
সিনার মখমলে ধ্রুবতারা,সিনার মখমলে ধ্রুবতারা...
যে সুদূর পথে নীল নীল ছায়া,অগণিত বাঁক
পলিমাটির সৌরভ,মানচিত্রখচিত ধূসর পূর্ণিমা
সব যেন হৃদয়ের পরিণামী উপাখ্যান।
নবাগত জীবনের দ্বিতীয় শৈশবে
অামার সোনালী বিকেল।
হৃদসিংহাসনে অারশি ঘ্রাণ,
বুকের অতল ভাঁজ হতে অাগত স্বপ্নজগতের ধুলো
জীবনের করতল হতে যেসব দীর্ঘ রজনী পার হয়ে
এখনো অক্ষয় হয়ে অাছে
কিছু নিশ্চিন্ত জাগরণের দ্বারে
তা কেবল তোমাকেই ভালোবেসে...
অাপন মসনদে গর্জে ওঠে যে শার্দূল
তাকে মার্জনা করো অশ্রু শায়িত শবনম!
ও চোখে অপলক তাকিয়ে ইনসান জন্ম
পার করে দেয়া যায় বলেই----
অামি অাজো পারিনি ঋণমুক্তির অভিধানে
নেহাৎ কোন শব্দ হতে,
যার উচ্চারণে বিপুল বিশ্ব হতে ছুটে যেত
এক একটি মারণাস্ত্র;
যেখানে জীবন ও প্রেম হঠাৎ মুখোমুখি...