নিঃস্ব অাঁধার ঘুমিয়ে গেলে
বয়স বাড়ে ভোরে,
নতুন রূপে ক্লান্তি ঝরে
অন্য অালোয়...
:
অভিজাত সময়ের ফোঁড়ায় জেগে থাকে
জ্যামিতিক লাল-ভাঁজ;
কাঁপে তলাবিহীন ঘর,
শূন্যতে মিথ-ঘূর্ণন...
:
অশ্রুতে বড় পিপাসা,একা পেয়ে অামায় খায়
অবশিষ্ট অামি এবং অামি...
:শুধু বুকের অাগুন একবার--
ঘরের ভাত সিদ্ধ করে দিলে,
নিজেই পেট পুরে খেয়ে
চুকিয়ে দিয়ে যেতাম
ক্রিস্টালোগ্রাফ জীবন...