অাগুনের জানালায় দাঁড়িয়ে ভিক্ষার ছলে এসেছি
অামার কবিতার প্রেয়সী
চল্লিশের নারী...
তীর্থ-পাখির ডানায় অাকাশ-জ্যামিতি তৃষ্ণা,
মেঘবাহন ছন্দ-তাপসী রাতের থালায়
কনিষ্ঠ অাঙুলের নাচন-বিলাস।
চল্লিশের নারী...
অামার কবিতার প্রেয়সী
তুমি বড় অবুঝ,
কিশোরীর মত উড়ন্ত পাখা
নদীর চেয়েও বেগবান,
হাওয়ায় পশ্চিমা তুফানী,
জীবন কুয়াশার মত অাবছা
নরম ভেজা কাঁদামাটি
যেন নিবিড় ছায়ায় পাষাণ অশ্রুপাত!
দাও,মালা খুলে সুরভি-মরণ দ্বার
সহজেই হাত পেতে নেব দান
বকুলের মতো নীরবে...
অামার কবিতার প্রেয়সী
চল্লিশের নারী...
দেখো,অামি অাবিষ্টময়-কষ্ট নিয়ে
যৌবনকে তাচ্ছিল্য করেছি রোজকার অগণিত জন্মে,
এ অামার ব্যথার জল-অানন্দ অাশীর্বাদ...