(১)
কে তুমি এসেছো প্রভাতের অালোয়?

দিকচিহ্নহীন প্রান্তরে চোখ মেলে দেখি
অাগামীর পথে ফিরে গেছে শেষ নিঃশ্বাস।

(২)
চারু-যাতনা ভাষা ছুঁয়ে হৃদয়কে বলেছি
নগ্নতার লজ্জাতলে ধরো ভস্ম-গীতি জীবন...

(৩)

বৃত্তধারী, তুমি শ্যামা মেয়ে
কেন্দ্রে ধরো প্রাণ-শিখা
                        জ্বালাও,জ্বালাও,জ্বালাও
জমিন-ষোড়শী স্পর্ধা।

(৪)
এক চোখে বজ্র অন্য চোখে দহন তুলে
যা কিছু ব্যথা যা কিছু দ্বন্ধ-মাশুল
তা মানুষের নামে দিয়েছি ক্ষমা।

(৫)
অামি মৃত্যুকে প্রেমিকা ভেবে চুমু দিয়েছি অসংখ্যবার...
অাদর করেছি যত্নভরে,
অামার কী দায় পড়েছে জন্মের শোধ মেটাবার?