দৃশ্য একঃ
----------------

বুকের অায়না প্রশ্ন করেছো অাবার
অশ্রুতে কেনো কেটে গেছে গাল?
কিন্তু দেখোনি চোখ যে অামার
কেঁদে কেঁদে হয়েছে অাজন্ম লাল।

দৃশ্য দুইঃ
--------------
সুদূরপারের নীরব মায়াচিহ্নের অস্তাচলে
নামহীন,অবুঝ অার্তনাদের অাগুন ভাষায়
লালিত-পালিত শব্দেরা হঠাৎ অাহত হলে
মানুষের ভীড়ে মানুষ বড় একা হয়ে যায়...

দৃশ্য তিনঃ
------------------
বুকের অায়না
অাজ বলো তো কেমন অাছো তুমি?

চাইলে সরে  যেতে পারি রূপের কাছে রেখে রামধনু
কারণ সত্য বলে মেনেছি--
       কিছু মানুষের মৃত্যু জন্মের চেয়ে মহান,
                              স্বপ্নের অবশিষ্ট অনুভব।