অামি জন্মের চেয়ে
গাঢ় মৃত্যুবিন্দুকে করি দুর্জয় নীরব,
শূন্যতার বেলুনে
নাচিয়ে তুলি জীবনবিস্ময়ের গান্ধার,
খসে পড়া উল্কার মতো
হৃদয়ে জন্ম দিয়ে যাই প্রথম শৈশব;
গ্রাস করে নিই সূর্যাস্তের নীচে
নিষিদ্ধ প্রলয়ের শানিত সব অন্ধকার।