আমি যুদ্ধ দেখিনি ,জয় দেখেছি।
জয়ের হাত ধরে ভয় পেরিয়েছি।
আমি যুদ্ধ চাই না,
আমি মৃতুকে ভয় পাই না
আমি সোনার দেশের সোনার হতে চাই,
জাত ভেদাভেদ ভুলে মানুষের বন্ধু হতে চাই।