এসো হে বৈশাখ এসো হে ধরায়,
   দিগ দিগন্ত মাঝে আলোক ছড়ায়ে।

   কত দিবস রজনী তোমার পথ চাহি,
   সিমাহীন তাহার অন্ত নাহি ।

কত শত ক্ষন তব গাহিয়াছি গান ,
আজ নাই হেথা তাহার ও প্রমাণ।

মনের মাঝারে তব আগমনী স্পৃহা ,
উদ্ভাসিত হইত তোমারে খুজিয়া ।

আর নাহি পারি সহিতে তব আনাগোনা ,
বিছিন্নতার স্মৃতি দূর করিয়া জনে জনে ,
প্রার্থণা করি হে বৈশাখ তব চরণে।

উদাস মনেতে জাগাও  নব কোলাহল
দুখিত হৃদয়ে তব হরষের ছোঁয়া ,
মিটাইতে পারে জীবনের কালো -কালো ধোঁয়া ।

খুশির জোয়ারে প্লাবিত কর মন,ধুয়ে যাক মনে ছিল যত পাঁক,
এসো হে এসো ,মোর জীবনে নব -নব বৈশাখ।।