কবিতা আমার একাকিত্বের সাথী
কবিতা আমার অন্ধোকারের পর সকালের প্রভাতী,
কবিতায় আমি হারিয়ে ফেলি নিজেকে ,
আমার কবিতা আমি মনের মনিকোঠায় রাখি লিখে ।
যখন কারোরই কাছে থাকেনা সময় আমার জন্যে ,
অনেক দু:খ হয় , চোখে জল আসে ,কত কাঁদি মনে -মনে ,
তখন কবিতার খাতা আমাকে টেনে নেয় নিজের কাছে ,
মনের কথা তখন তাকেই বলি , বেঁচে আছি আমি কবিতারই মাঝে।
যে কথা মুখে যায়না বলা , যা কষ্ট দেয় প্রতি পলে -পলে ,
অতল হৃদয়ে জমে থাকা এই অদৃশ্য ক্ষতর চিহ্ন শুধু বার হয় অশ্রুজলে ,
এ ক্ষত নিয়ে বেঁচে আছি যতদিন লিখে যাব , পাতায় থাকবে লেখা মনের ব্যথা,
যেদিন থাকবনা এ পৃথিবীতে কবিতায় পাবে আমাকে, পাবে আমার মর্মগাঁথা।