মনের গভীরে কে তুমি লুকাইয়া আছ,
দেখিতে তোমারে কেন পাইনা?
হৃদয় জুড়ে তোমার স্মৃতি আমি যা দেখিতে চাইনা।।
তব ঘৃণা যেন আজও ব্যাথা দেয় মনে ,
কেন তুমি আছ আজও সেখানে ?
ভুলিতে চাই সেই রক্তিম ক্ষত তবু ,
জানিনা কেন যে ভুলিতে পারিনা।।
আজ তুমি কাহারো ঘরনি হইয়া সুখেই আছ কোনোখানে ,
আমি আজও পারি নাই মনে কাহাকেও তোমারো স্থান দিতে ।
একদিন দুজনে চিরসাথী হব ইহাই সদা ভাবিয়াছি মনে -মনে,
তুমি সুন্দর বলিতে পারিলে ,তুমি থাকিতে চাওনা মোর জীবনে।।
বেশ্ ,তবে আমিই বা কেন তোমার কথা ভাবিয়া
অনিদ্রায় কাটাইব রাত,
আজ হইতে আমি নতুন আশা লইয়া বাঁচিব,
আসিবে জীবনে রঙীন প্রভাত।
যে স্মৃতি বড় বেদনা বিধূর প্রতিনিয়ত কাঁদায়,
তাকে মনের মনিকোঠায় কে বা বাঁধিয়া রাখিতে চায়।
এতদিন যাবত কেনই বা ছিলাম এমন যন্ত্রণায় ,
আমিও সেই রক্তিম ক্ষত মুছিয়া ফেলিব নি:শব্দে -নির্দ্ধিধায় ।।