আজি এ বসন্তে ঝরা ফুল মোরে বলে গেল কানে -কানে
অলীরা আসে যদি আমার খোঁজে তারা ,এই শূন্য ফুলের বাগানে,
তারা যেন এসে ফিরে চলে নাহি যায় , কুঁড়ী ফুটবে যে তাদের জন্যে ,
দলে দলে তারা সমাগম হয়ে মধুসুধা পান করে যেন খুব যতনে।
ফুল ফুটে যদি দেখে অলীরা ,নাহি কেহ তার আশেপাশে,
কত বেদনার অশ্রুধারা শিশিরের ন্যায়, ঝরে রবে ঘাঁসে -ঘাঁসে ,
মূক সে তো কভু বলিতে পারিবে না, মনের কোনোই কথা,
শুধু অশ্রু বহিবে বারীধারা সম ,কেউ জানিবে না তাহার ব্যাথা।
নীরব সে তো চিরদিনই তবু দেখে অলীরা তাকে কত ভালোবাসে,
শুকায়ে সে তো রোজই ঝরে যায় তবুও তারা আসে মনের উচ্ছাসে,
প্রকৃতির রীতি মেনে জানি ঝরে যেতে হবে রোজই ,কুঁড়ী ফোটে তবু বাগানে,
সারাদিন শুধু ভালোবাসার খেলায় মাতবে বলে অলীরাও আসে ফুলের টানে।।