"পৃথিবীর পরম শিতলতা মায়ের আঁচলে ,
জীবনের অলিখ শান্তি পিতার ছায়াতলে।"
আজ পৃথিবীর আলো দেখেছিলাম মা একদিন শুধু তোমারই জন্য ,
তুমি মা সবার মাঝে থেকেও সবার থেকে অনন্য।
কত যন্ত্রণা শরীরে সয়ে আমাকে এনেছিলে এপৃথিবীর বুকে,
তোমাদের আশীষে মাগো আছি আজও বড়ই সুখে ।
মমতা মাখা মায়ের হাত আর বাবার ছত্রছায়ায়
বড় হয়েছি , সকলের পরামর্শ ও প্রেরণায় থেকেছি সবসময় এগিয়ে।
বেসামাল হলে জানি বাবা তুমি সামলে নেবে হাত বাড়িয়ে,
জানি তুমি আছো বৃক্ষের মত আমাদের মাথার উপর দাঁড়িয়ে।
আপনি খুঁজে নেবে যদি যাই কখনও কোথাও হারিয়ে ,বা
ভয় পেলে জানি আদর করে বুকে টেনে নেবে , দেবে ভালোবাসার হাত বাড়িয়ে।
তোমার শাসন ও কড়া নজরের মধ্যে ছিল ভালোবাসার ছোঁওয়া ,
তোমার প্রতিটি শিক্ষা জীবনে হয়েছে চলার প্রেরণা বা পথপ্রদর্শক ...
কারন তুমি ছিলে বাবা আমাদের কাছে এক জীবনের বড় আদর্শ ।
বড় হয়ে সবাই বুঝতে শিখেছি কি পেয়েছি তোমার থেকে...
তোমার শিক্ষা ,তোমার সংস্কার মনেতে রেখে এগিয়েছি তোমারই দেখানো পথে।
মা তোমার আশির্বাদ আজ আমার চলার পথের প্রেরণা ,
তোমার সুশিক্ষা আজও দিয়ে চলেছে সমাজে সুসম্মান ।
জীবনে ভুলবোনা কোনোদিনও তোমাদের কোনও অবদান,
আজ এই আমার শুভ জন্মদিনে বাবা -মা তোমাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।।
আমার জন্মদিনে বাবা-মা কে শ্রদ্ধা জানাতে এই কবিতা
Sent from my iPhone