পৌষ মাসের পিঠে পুলি , মনে পরছে ভাই?
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আমার খাওয়া চাই,
তার সাথে খেতেই হবে ঝোলা গুড় আর পায়েস,
আ! হা! হা! কি যে বলি , দারুন বানায় মা ক্ষিরের সন্দেশ।।
কতরকম নামের বাহার পাটিসাপটা , গোকুল পিঠে,
বলুন দেখি , এতভালো জিনিষ কাউকে কি মন চায় দিতে!
ঐ যে আছে , মদন ব্যাটা আমারই খুরতোতো ভাই,
দেখতে পেলেই সাবার করে একেবারে চেটে পুটে সাফাই।।
তাইতো এবার মাকে বলে আগেই লুকিয়ে রেখেছি নিজের ঘরে,
যখন সবাই ঘুমিয়ে পরবে , খাবো তখন বেশ আয়েস করে।
উফ কি যে দারুন ,হাতের রান্না আমার মায়ের জানো !
খেয়ে সকলে বলতেই থাকে , আহা! কি বানিয়েছো সব মিষ্টান্ন।।
একটি নাম এবার নতুন শুনলাম মা বানিয়েছে ডিমের পান্তুয়া ,
আরও বানিয়েছে রসবড়া, আর ছানার মালপোয়া।
শুনেই জিভে জল এসে গেল,নাখেয়ে থাকতে পারছি না ভাই,
এবার তাহলে বিদায় নিলাম, তোমরাও খেতে এসো সবাই।।
Sent from my iPad