দুর্গম যেথা যুদ্ধক্ষেএ , হয়ে যাও তুমি ধীর,
                            এগিয়ে চল সামনের পথ, লক্ষ্য কর স্থির ।
                  আসুক যতই বিঘ্ন-বিপদ , হে সাহসী দেশের বীর,
                              বন্দুক ধরো গুলি ছোড়ো , ভাঙো শত্রুর প্রাচীর।।


                শত্রু যদি আঘাত করে , শক্ত কর হৃদয়,
                 ধ্বংস তাদের করতে পারলেই হবে যে দেশেরই জয় ।
                          তোমাদের পানেই চেয়ে থাকে , দেশের মানুষজন,
                  তাদের কাছে তোমরা তো তাদের অমুল্য রতন,
                 মৃত্যু আছে সামনে জেনেও , তোমরা জীবনকে বাজী ধর,
                 মাতৃভূমির সম্মানার্থে ,তারই সেবা কর।
                
           তোমরা সীমার রক্ষাকরো , শত্রুর সম্মুখে কামান ধরো ,
                         ক্ষতবিক্ষত হও তবুও বীরত্বের সাথে লড়াই করো ।
            আমরা সবাই সুখে থাকি নিজের নিজের গৃহে,
                           সীমান্ততে তোমরা পড়ে  থাকো ,ক্ষত-বিক্ষত দেহে ।
                          দেশের মাটিকে গর্বিত করে দিয়ে চলেছো নিজের প্রাণ,
                        হে বীর ,ভুলবো না কখনও তোমাদের বলিদান ।।


              তোমার বীরত্ব চিরস্মরনীয় হয়ে রয়ে যাবে মানুষের মনে -মনে,
                            নামটি তোমার লিখিত থাকবে সাহসীকতার  উদাহরণে ,
              শহিদ হয়ে যে সাহসী বীর দেশকে করেছে গর্বিত ,
                                 দেশের জয়গানে তাঁর নামটি সদা হবে উচ্চারিত।।