কোথাও শুনি শাঁখের ধ্বনি , কোথাও শুনি আজান ,
মন্দির বল , মস্জিদ বল সবই একই সমান।
সবার আগে মানুষ আমরা , মনুষত্ব্য পরম ধর্ম,
হিন্দু,মুসলমান, শিখ, খৃষ্টান, না কোনো জাতী না কোনো বর্ন।
যিনি আল্লা তিনিই ইশ্বর, এক জনের দুটি নাম,
চাহে তাকে রহিম বল,চাহে বল শ্রী রাম।
সবাই আমরা হাতের পুতুল , তার ইশারায় চলি ,
যেমন করে বলান তিনি তেমন করেই বলি ,
তিনিই যেমন সৃষ্টিকর্তা , ধ্বংস তিনি করেন ,
তিনিই আবার নতুন করে নতুন পৃথিবী গড়েন ।
ভাঙা গড়ার মাঝে জীবন আমাদের , এজীবনের কটা দিনই হাতে আছে বাকি ,
সবাই মিলে ,ভেদাভেদ ভুলে একসাথে মিলে না হয় থাকি!
হিন্দু বল বা মুসলমান বল সবাই সমান তার কাছে ,
মৃত্যুর পর তো যেতেই হবে সকলকে তারই কাছে।
মানবজাতির কল্যানার্থে করব ভালো কর্ম ,
মানবতাই এখন আমাদের একটি মাত্র ধর্ম।