আজ আমি যুক্ত হলাম মায়ের সাথে ,এলাম মায়ের গর্ভে..
   এখন আমি পরিপূর্ন হইনি, একটু একটু করে বেড়ে উঠছি ..
মা বাবাকে জানালো " তুমি বাবা হতে চলেছো " দুজনে বেশ খুশি,
আমি রোজ একএকটি দিন গুনছি , কবে দেখবো এই পৃথিবীর আলো..
এখন আমি আমার হৃদস্পন্দন অনুভব করছি....

এখন আমার চারমাস বয়স , আমি আমার হাত,পা পেয়ে গেছি....
খুব খুঁশি আমি একটু একটু করে নিজেকে বেড়ে উঠতে দেখে...
  ভাবছি যখন বাবা মা আমাকে হাতে করে তুলে নেবে ,
          আনন্দ তাদের নিশ্চই খুব বেশি হবে...

আজ মা বাবার মধ্যে আমাকে নিয়ে ঝগড়া হল.. বাবা বলল ছেলে হবে ,
  মা বলল শুনলাম আমি চাই মেয়ে .. কেন? তোমরা ঝগড়া করছো আমি যাই হোই না কেনো..
সব শেষে তো তোমাদেরই সন্তান আমি ,আমাকে তোমরা পৃথিবীতে অবশ্যই কিন্তু এনো..


আজ মা যাবে পরিক্ষা করাতে আমি ছেলে নাকি তার মেয়ে ...
ডাক্তার পরিক্ষা করে বললো বাহ! আছে সুন্দর ফুটফুটে একটি মেয়ে..
বাবা শুনলাম চেঁচিয়ে বললো " চাইনা আমি কোনো মেয়ে , যত তাড়াতাড়ি একে তুমি বার করে দাও গিয়ে"
ভেতর থেকে কেঁদে বললাম" না বাবা আমি চাইনা মরতে , আসতে দাওনা মায়ের কোলে"
মেয়ে বলে কি ফেলনা হলাম , তোমার কাছে বড় শুধু একটি ছেলে..
তোমার জেদটা বাজায় রাখলে বাবা , সত্যিই আমাকে উপরে ফেলে দিলে!

আজ মায়ের গর্ভ থেকে আলাদা হয়ে আমি পড়ে আছি আবর্জনার সাথে ঐ মাটিতে..
বাড়ী যাবার সময় মায়ের চোখে জল দেখলাম ,  বাবাকে দেখলাম ছিল ভিষনই খুঁশিতে...
কি দোষ করেছিলাম আমি ? বাবা মেয়ে তো আমি তোমারই ছিলাম,তোমাদেরই তো সন্তান!...
বুক কাঁপলোনা একবারও তোমার ?, ছেলে নই বলে ,নিয়ে নিলে আমার প্রাণ!.