আমাদের গায়ে জামা জোটে না কনকনে এই শীতটাতে,
লেপের নিচে আরামে ঘুমাও ,তোমারা ঘরে রোজ রাতে।।
আশেপাশে আমার মতই আছে যারাই গরীব ,দীন হাভাতে ,
রোজই তাদের কেউনা কেউ মরেছে দেখি কাঁপকাঁপানি ঠান্ডাতে।।
সবাই যখন অঘোরে ঘুমাও চার দেওয়ালের বন্ধ ঘরে,
তখনই কোনো দীন হাভাতে ,রাস্তায় বেঘোরে প্রাণে মরে।।
শুনেছিলাম যাদের কেউ থাকেনা ,ইশ্বর হন তাদের সহায়,
তিনি থাকতে তাহলে কি করে এভাবে মানুষ মরে যায়?
তোমরাও তো সব আমাদেরই মত , তবে তোমরা কেন আছো আজ এত সুখে?
রক্ত মাংস দিয়ে গড়া আমরাও তোমাদেরই মতন , তবে আমরা থাকিনা কেন হাঁসি মুখে?
,তোমরা শুনেছি ফেলে দাও কাপড় , বেশি পুরনো হলে পড়ে ,
দাও না এ হাভাতের দু একটা ছাড়া জামা কাপড় , শীতের রাতে মনে করে।।
কিছুদিন হয়ত তারা আরামে ঘুমাবে , হাঁড় কাঁপানো এই শীতে ,
আরও একটি বছর হয়ত বেঁচে থাকবে তারা হৃদয়হীন এই পৃথিবীতে।।
তাদেরই মধ্যে আমিও একজন দীন হাভাতে অনাথ একটি ছেলে ,
আমাদের কষ্টতো আর তোমরা বুঝবে না , চোখে আঙুল দিয়ে না দেখালে।।
অনাথ , দরিদ্রের কথায় যদি মনে ব্যথা পেয়ে থাকো , তবে করে দিও গো তোমরা আমাকে ক্ষমা,
শীতের রাতে আমিও বেঁচে যাব জানো , দয়াকরে যদি দাও একটি গরম জামা।