সন্তানের কাছে পিতা-মাতার অধিক বড় কিছু হইতে নাহি পারে ,
তাঁরা জন্মদাত্রী পিতা মাতা যেমন , তাঁরাই পালনকর্তা এ সংসারের।
তাদের কাজ তারা করিয়া যান , চাননা কিছু প্রতিফলে ,
বিশ্বসংসার ঠাঁই নেয় তাই তাদের চরনতলে ।
মোর জীবনে পিতামাতা সদাই দেবতার আসনে বিরাজিত,
তাদের জন্যই দেখেয়াছি এ পৃথিবি ,তাই তারা হৃদয়ে হন পূজিত।
মাতা দিয়াছেন জনম যেমন পিতা করিয়াছেন রক্ষা ,
দুজনে মিলিয়া দিয়াছেন মোদের সুন্দর সংস্কার ও সুশিক্ষা।
আজ মোরা জীবনে যা কিছু পাইয়াছি সকলি তোমাদের জন্য,
সকলের মাঝে পরিচিতি পাইয়াছি , সবই তোমাদেরই জন্য।
মাতার স্নেহভরা হাত আছে আজও মাথায় কিন্তু ,পিতার হাত তো নাই ,
তিনি চলিয়া গিয়াছেন স্বর্গধামে, সংসার শুন্য আজ তাই ।
জীবনে যখনই বিপদ আসিয়াছে , তোমাকে করিয়াছি স্মরণ,
হঠাৎ কিভাবে জানিনা উদ্ধার হইয়াছি , ছুঁয়েছি যখনই তোমার চরণ।।
তুমি নাই আজ তবুও তোমায় অনুভব করি নিজের মনেতে ,
তুমি ছিলে পিতা , সারাজীবন থাকবে সদা মনের সিংহাসনেতে।।