খাল কাইট্টা কুমির আনসি , আমারে লোকে কয়,
মায়ামানুষ ও অহন দেখি অমন দরজাল হয় ?
"আমারে বলে , ঘাটের মরা যাওনা কেন ঘাটে?
তোমারে লইয়া আমার কেবল দু:খেই দিন কাটে।
জ্বইলা পুইরা ছাই হইলাম তোমার মুখের স্বাদে,
খাইটতে- খাইটতে মইরা যামু ,আর কয়দিন বাদে।
যাই ই রান্না করি সবই তোমার মুখে রুচে নাকো ,
অহন থেকে তুমি তাহালে ঘাস খাইয়া থাকো।
বুইড়া হইয়া তোমার দেখি বাড়সে মুখের স্বাদ ,
সারাটাদিনই রান্না করুম ,আহা কি আহ্লাদ।
বাপের বয়সি বুইড়ারে একদিন করসিলাম এই ভাইবা বিয়া,
সকল সম্পতি সে নাকি আমায় ,একদিন দেবে সব লিখিয়া ।
সত্তর বৎসরে মরণ হবে , কুষ্টিতে আসে নাকি লেখা,
সুন্দর ভাবে পার হইল তা , মরণ দিলানা তোমারে দেখা।
বুঝতে পারসি তোমার মরণ আমার হাতেই আসে,
আইসো দেখি মাইরা তোমায় আমি পাঠাইয়া দি স্বর্গবাসে ।"
বলেন দেখি" ,দরজাল অমন বউরে লইয়া সংসার কেমনে করি ,
তার চেয়ে ভালা আমি নিজে জলে ডুইবাই মরি"।