সংসার এর ই নাম , নেই কোনো প্রত্যাশ্যা..
ক্ষণে ক্ষণে বদলায় স্বার্থ ও ভালোবাসা ।
মূক বা বধির হয়ে যতদিন থাকবে,
তত তুমি ভালো , তারা মাথায় করে রাখবে।
স্বার্থে তাদের ঘা যদি তুমি করেছো..
যেনে রেখো তবে তুমি সত্যিই মরেছো।
নারায়ণ ছিল যখন কোনো কালে অতিথি..
আপ্যায়ন , সংস্কার এই ছিল প্রকৃতি।
এ যুগে আপনজন স্বার্থের ভগবান..
কে কত বড়লোক গায় তার ই গুণগান।
অর্থের প্রাচুর্যে জনকে ও ভূলে যায়,
হিংসা ও বিদ্বেষের যেখানে রোজ চাষ হয়।
সততার হাট বসে নেই যেথা একজন,
মিথ্যের বাজারে তে গিজ্গিজ্ লোকজন।
প্রতিদিন ক্ষীণ হয় সততা ও বিশ্বাস,
মিথ্যের দাবানলে মানুষের নিঃশ্বাস।।