প্রভাতী আলো মুছিয়ে দিক সকল আঁধার কালো,

জীবন মানে দুঃখের পরে লুকিয়ে থাকা আলো

জীবন যুদ্ধের দাঁড়িপাল্লায়  দূঃখ রাশি-রাশি..

ভগ্ন মনের কাতর জ্বালা মিটায় মনের হাঁসি,

সুখের খোঁজে নানান কাজে বাঁধছে যে সংঘাত

উৎকন্ঠায় কাটছে সবার সুখ-দুঃখের রাত,

করুন কাতর কন্ঠে  উঠেছে  প্রবল আর্তনাদ..

"বাঁচতে চাই এই জীবনটাকে, দেখতে চাই  প্রভাত ,

ঘুচিয়ে দাও এ দুঃখ কষ্ট, হাঁসি ফিরিয়ে দাও মুখে .

খুশির স্পর্শ লাগুক মনে , সবাই থাকুক সুখে।।