বন্ধু মানে পথের সাথী, এক সাথে পথ চলা ...
বন্ধু মানে ভীষন ভাব, মনের কথা বলা...
বন্ধু মানে পরীক্ষার সময় লুকিয়ে সাহায্য করা
বাচাঁয় তেমন বিপদ এলে যদি পড়ে যায় ধরা ।
আম বাগানে আম চুরি তে নেই যে তাদের জুড়ি
গড়ের মাঠে লাটাই হাতে একসাথে উডায় ঘুড়ি।
বন্ধু মানে লড়াই ঝগড়া , একা ফিরে যায় বাড়ী
মা র কাছে কেঁদে বলে , ঝগড়া হয়েছে বিষম হয়েছে তাদের আড়ী
রাতভর চোখে ঘুম নাই যেনো রাত টাও হচ্ছে না তো পার
না , বন্ধু পারবনা তোকে ছেড়ে থাকতে , মনে পড়ছে তোর কথাই বারবার।
বন্ধুর জন্য যে মনটি ব্যকুল , পরম প্রিয়জনই সে তো হতে পারে ,
প্রভাতে আবার সব কিছু ভুলে , ছুটে যায় তার ঘরে ,
এমন মিত্র আছে কি এখন , যে শুধু বন্ধুর ভালো টা ভাবে ,
আধুনিক সমাজে খুঁজে পাবে নাকো তাকে , পাবে পুরনো কিতাবে ,
বন্ধু একদিন বন্ধুর জন্যে আঘাত সয়েছিল , বকাও খেয়েছিল ততও
আজ যেন তারা মুখোশের আড়ালে আজন্ম শত্রুর মত ।
হারিয়ে গেছে শৈশব আজ ,বদলেছে বন্ধুর মানে
স্বার্থ মনেতে বেঁধেছে বাসা , ভালোবাসা নেই যে সেখানে ,
নবপ্রজন্ম আধুনিক হয়েছে ,বদলেছে তাদের স্টাইল
বন্ধুর বদলে জায়গা করেছে মনে , ট্যাব, গ্যজেট আর মোবাইল।