আমার হৃদয় জুড়ে আজ বিষণ্ণতা খেলা করে
দু'টি চোখ থেকে ঝরে যায় বেদনার অশ্রুজল
অসময়ে নিভেছে প্রদীপ জীবনের খেলাঘরে
ডোবার জলের মতো স্তব্ধ জীবনের কোলাহল।
স্বপ্নভাঙার যন্ত্রণা নিয়ে সুখ খুঁজি অন্ধকারে
স্মৃতিপটে রঙিন সময় ভেসে ওঠে বারেবার,
কতদিন পাশাপাশি বসে অস্তগামী সূর্যটারে
লজ্জায় লাল হতে দেখেছি অপরূপ চমৎকার।
সূর্যের দিকে তাকিয়ে বলতে পাশে রবো চিরকাল
কল্পরাজ্যে ভেসেছি দু'জন বুনেছি স্বপের জাল।
যোগ-বিয়োগের অংকে তুমি পাঁকা ছিলে বরাবর
কঠিন হিসাব কষে শেষে বেছে নিলে ভিন্ন পথ
মন ভাঙা এমন কি আর পেলে টাকাওয়ালা ঘর
স্বার্থপর বলবো না তোমায় ,কে না চায় ভবিষ্যৎ!
অতীত কখনও সামনে এলে হয়ো না স্মৃতিকাতর
অনুশোচনা করো না কভু ভেঙেছ বলে শপথ।
সুরছন্দ হারা হয়ে কাঁদে আমার হৃদয় বীণা
জানি না তোমার মতো করে ভুলে যেতে পারবো কি না।