অামাদের গ্রামখানি সবুজ শ্যামল
যেদিকে তাকাই শুধু সবুজের ঢল
মাঠ জুড়ে রকমারি নতুন ফসল
শীষগুলি দোল খেয়ে হাসে খলখল।
ঝাঁকেঝাাঁকে উড়ে যায় পাখিদের দল
গাছে গাছে শোভা পায় নানা ফুল-ফল
মাঝির কণ্ঠে গান নদী ভরা জল
স্বর্গীয় পরিবেশ নেই কোলাহল।
গ্রামের মানুষগুলি সহজ সরল
ধর্মে কর্মে তারা থাকে অবিচল
সুখের ঝর্ণা গ্রাম মায়ের অাচল
প্রকৃতির সুরে মন হয় চঞ্চল।
গ্রামের জন্য এই মনটা পাগল
ভাল লাগে নদী মাঠ বন জঙ্গল।
৮+৬ মাত্রাবৃত্ত
প্রকাশকাল ১৮/১১/১৭ ইং