অাগস্ট -
এই মাসটির নাম লিখতে অামার
কলম কেঁপে উঠে বারবার
গলা শুঁকিয়ে কাঠ হয়ে যায়
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠে জলে
হাহাকার করে উঠে সমগ্র সত্তা
রক্তক্ষরণ হয় হৃদয়ের অাঙিনায়।
বাঙালীর শ্রেষ্ঠ সম্পদ
যিনি তার নামের মতই সমুজ্জ্বল
বিরল কৃতিত্ব গড়েছেন যিনি
কলমের খোঁচায়
বিশ্ববাসী বাংলা এবং বাংলা ভাষাকে
প্রথমবার চিনেছিল যার লেখায়
সেই নোবেলজয়ী রবি বাবুকে
চলে যেতে হলো
অাগস্টেরই শ্রাবন ধারায়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
বাংলাদেশর স্থপতি, জাতির জনক
যার বজ্রকন্ঠেের ভাষণ শুনে
কাঁপন ধরে স্বৈরশাসকেরর কলিজায়
যিনি বাংলা ভাষাকে বাংলায়
নির্ভয়ে নির্দ্বিধায়
মুক্তচর্চার জন্য স্বাধীনতা এনে দিলো,
তাকেও তো বিশ্বাসঘাতক কুচক্রীরা
সহপরিবারে সরিয়ে দিলো
পনেরই আগস্ট ভোরবেলায়।
যৌবনের পুজারী বঞ্চিতের কান্ডারি
স্বাধীনতার শ্বাশত বানী ছিলো
যার লেখা গান কবিতায়
উন্নত মম শির, চির বিদ্রোহীর
তকমা যার গায়
সেই কাজী নজরুল ইসলাম
আগস্টেই নিয়ে নিলো
নিরব শান্ত বিদায়।
"অামরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম"
"সবকিছু নষ্টদের অধিকারে যাবে"
সারাক্ষণ ছিলো যার চিন্তায়
সেই প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ
প্রতিক্রিয়াশীলদের চাপাতির অাঘাতে
ক্ষতবিক্ষত হন বইমেলায়
অতঃপর বড্ড অভিমানে
অাগস্টেই ঘুমালেন চিরনিদ্রায়।
স্বাধীন দেশে দালালদের বিরুদ্ধে
যার কলম ছিলো ক্ষুরধার, সোচ্চার
যিনি ঘুরিয়ে ফিরিয়ে স্বাধীনতার কথা
লিখতেন তার কবিতায়
সেই শামসুর রাহমান
তিনিও অাগস্টকে ভালবেসে চলে গেলেন
বড়বেশি অবেলায়।
এই আগস্টেই সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী
সিরিজ বোমা হমলা করে
সারা বাংলায়
মুজিবের অাদর্শকে মুছে দিতে
গ্রেনেড হামলা করে
শেখ হাসিনার জনসভায়।
এই অাগস্ট বাংলার অসংখ্য
রথী মহারথীদের মৃত্যুর ভার
বুকে নিয়ে বয়ে বেড়ায়
অাগস্ট কি অপয়া, রাক্ষসী
নাকি ভাগ্যবান!
কি নাম দেওয়া যায়?
বাঙালীর কাছে অাগস্ট মানে
সব হারানোর মাস
বাঙালীর কাছে অাগস্ট মানে
শোকের মাতম হায়্ হায়্
প্রগতিশীলদের সাথে অাগস্টের
যেন অাজন্ম আঁড়ি
আগস্টের লালসার জিহ্বা
যেন এক জলন্ত অাগ্নেয়গিরি
অাগস্ট জন্ম দিয়ে চলছেই
একের পর এক কালো অধ্যায়।
হে নির্দয় আগস্ট
হে অপয়া অাগস্ট
হে ভাগ্যবান অাগস্ট
অামাকেও তোমার বুকে
দাও একটুখানি ঠাই
আমিও কোন এক অাগস্টে
ঐ সব মহানায়কদের সাথে
মিলিত হতে চাই