ধনী গরীব ভালো খারাপ
সাদা এবং কালো
যত মানুষ অাছে,
সব মানুষই স্বপ্ন দেখে
স্বপ্ন নিয়ে বাঁচে।

সারাজীবন দু'চোখ ভরে
স্বপ্ন দেখে লোকে
সুখে কিংবা দুখে,
মানুষ হলো স্বপ্নচারী
উড়ে স্বপ্নলোকে।

কারো স্বপ্ন অনেক বড়
কারো স্বপ্ন ছোট
তাতে কি যায় আসে,
স্বপ্ন ছুঁবে এই আশাতে
কর্মস্রোতে ভাসে।

গরীব লোকে স্বপ্ন দেখে
দু'বেলা ডাল ভাত
থাকার মত বাড়ী,
চায় না তারা অঢেল টাকা
কিংবা দামী গাড়ী।

ধনী লোকের স্বপ্ন হলো
হাজার কোটি টাকা
তার দখলে রবে,
দেশের সেরা ধনী ব্যক্তি
তার উপাধি হবে।

অলস শুধু স্বপ্ন দেখে
অনেক বড় হবো
ভাগ্যে যদি থাকে,
এই ভেবে সে হাত গুটিয়ে
মিছে স্বপ্ন অাঁকে।

স্বপ্ন দেখে সে মোতাবেক
কর্ম যারা করে
তারাই বড় হয়,
দু,দিন অাগে পরে তাদের
অাশা পূরণ হয়।

মাত্রাবৃত্ত
পূর্ণ পর্ব ৫, অপূর্ণ ২