যদিও পৃথিবীতে কোন মতবাদই স্থায়ী নয়
তবু দেখে শুনে মনে হয়
শেষাবধি পুঁজিবাদই টিকে থাকবে
স্বরূপে, স্বমহিমায়, মাথা উচুঁ করে
বিশ্বময়।

সর্বগ্রাসী, সর্বনাশী মানবতা বিধ্বংসী
পুঁজিবাদের হিংস্র নখরের থাবায়
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত,
অধিকার বঞ্চিত মানুষটিও হায়
তার মনের কোনে সয্তনে
পুঁজিবাদী ধারনাকেই লালন করে
সুুযোগে অন্যকে ঠকায়।।

কি আর বলবো মুখোশধারীদের কীর্তিকাহিনী, বাহানা
সাম্যবাদীর স্লোগানের আড়ালে পুঁজিবাদী চেতনা
মার্কসবাদীর অভিসন্ধিতে পুঁজিবাদী চেতনা
রিক্সাওয়ালারর মনে পুঁজিবাদী চিন্তা, চেতনা
এমনকি একজন ভিক্ষুকের মনে পুঁজিবাদী চেতনা
তাই পৃথিবীর প্রাচীন এ মতবাদ
টিকে থাকবে প্রণয়াকাঙ্ক্ষার মতো
প্রত্যেক আস্তিক, নাস্তিক
বাম, ডান, সাধু শয়তান সকলের মনে।