পৃথিবীতে খোদাতা'লা প্রতিনিধি করে
মানুষেরে পাঠালেন নিজ হাতে গড়ে।
মানুষ সৃষ্টির সেরা ঘোষণা খোদার
ভালো ও মন্দের জ্ঞান নেই কারো আর।
মানবের রুহ্ খোদা নিজে ফুঁকে দিলো
খোদার সিফাত যত মানবের হলো।
প্রতিনিধি নিরবধি করবে সেই কাজ
মূলত যে কাজ করে, নিজে মহারাজ।
শাসন ত্রাসন তিনি করে দু'জাহান
তিনি কি কাউকে করেন পুষ্পমাল্য দান?
বিধাতার প্রতিনিধি মানুষ মহান
পৃথিবীতে চালাবেন তারই বিধান।
মহারাজ প্রতাপশালী ক্ষমতা অশেষ
তার প্রতিনিধি হয়ে, কেন এই বেশ!
ভুলে গেছি পৃথিবীতে কি মোদের কর্ম
দাড়ি, টুপি ও পাঞ্জাবী মনে করি ধর্ম।
নিয়্যাত কি বাঁধতে হবে, নাভীতে না বুকে
অামীন' কি বলতে হবে, নিরবে না মুখে।
এই নিয়ে খুনাখুনি ঝরে যায় রক্ত
খলিফার অাচরণে বিধাতা বিরক্ত।
হায় হায় প্রতিনিধি করে এ কি কাজ
এমন মুর্খামি দেখে পায় বিধি লাজ।
পাঠালেন যে কাজে ভুলে সেই পথ
লোভে ভয়ে নিজ লাভে করি ইবাদত!
ঠুনকো ইবাদতে খুশি হবে না মালিক
তার চাওয়া বড় কিছু তাকাও সেদিক।
রাষ্ট্র ও সমাজে চায় তারই বিধান
ব্যক্তিজীবন তবেই পাবে সমাধান।
তার দেওয়া বিধানের হলে ব্যবহার
থাকবে না সমাজে আর কোন অবিচার।
প্রতিনিধি হয়ে এসে মানুষের দায়
খোদার বিধান চালু করা এ ধরায়।
অক্ষরবৃত্ত ৮+৬