বছরের পর বছর ধরে
পাচ্ছি মধুর যন্ত্রণা
পদোন্নতি না দিয়ে বস
দিচ্ছে শুধুই সান্ত্বনা।
মন লাগিয়ে কাজ করে যাও
অপেক্ষাতে শুভক্ষণ
আর কটা দিন ধৈর্য্য ধরো
পাবে সঠিক মূল্যায়ন।
তোমার মতো যোগ্যতা যার
থাকবে সে ক্যান পিছিয়ে
সময় সুযোগ আসুক আবার
দিবো তোমায় উঠিয়ে।
পদোন্নতি ঝুলে আছে
হচ্ছে হবে, হচ্ছে না
মিষ্টি কথায় পেট কি ভরে!
অভাব পিছু ছাড়ছে না।
বসের প্রিয় মানুষ হতে
গাধার মতো খেটে যাই
ঘাম ঝরিয়ে চাই পেতে চাই
বসের মনে একটু ঠাঁই।
পদোন্নতির আশা নিয়ে
কাজ করি খুব সাবধানে
বসের নজর পড়ে না তো
আমার কোমল মুখপানে।
পদোন্নতি হয় না কেন?
খুঁজে ফিরি কারণটা
আমার প্রতি ক্ষ্যাপা কেন
বস নামের ঐ রাবনটা।
কত মানুষ রাতারাতি
পদোন্নতির দেখা পায়
আমার এমন পোড়া কপাল
পড়ে আছি এক জা'গায়।
খুঁজে খুঁজে দেখি শেষে
ওদের আছে দুলাভাই
মামা,খালু, চাচা আছে
যোগ্যতাটা আর কি চাই।