দেশ ডুবে আছে বন্যায়
আকাশ বাতাস ভারী হাহাকার কান্নায়
বাঁচার আকুতি লক্ষ প্রাণে
দুমুঠো খাবার চায়।
নেতা পাতি নেতাগুলি দলবাজি করে
বন্যার ত্রান মেরে খায়।
অতি ধার্মিকরা নফল হজ্ব করে বছর বছর
তাড়াতাড়ি বেহেশ্তের আশায়
অথচ এই টাকা দিয়ে
নিরন্নের মুখে হাসি ফুটানো যায়।
মানবতার ফেরিওয়ালারা নিশ্চুপ
এই নিয়ে কোন কথা নাই।
বিত্তবানরা পোলাও গোস্ত খেয়ে
মজে আছে নিয়মিত নাইটক্লাবের আড্ডায়
আরামসে যাচ্ছে সুখনিদ্রায়
তুলতুলে নরম ফোমের বিছানায়।
টিভিতে বন্যার খবর দেখে
রিমোট চেপে তাড়াতাড়ি চ্যানেল বদলায়
আয়েস করে চোখ রাখে
শেয়ারের উঠানামায়।
শিরোনাম আসে পত্রিকায়
সবকিছু ভেসে যাচ্ছে বন্যায়
শিল্পপতি মনে মনে হাসে
শ্রমিক পাওয়া যাবে সস্তায়।
আমরা যারা সাধারণ মানুষ
দেখেশুনে শুধু পস্তাই।
কেহ নিরবে দিচ্ছে ত্রান
নিজেকে সঁপেছে মানব সেবায়
কিছু অখ্যাত নেতা বিখ্যাত হতে
ছুটে ফটোশেসনের ধান্দায়।
কিছু বিখ্যাত নেতা উচ্চকন্ঠে
মিথ্যে অাশ্বাস শোনায়
আমাদের দল আছে বানবাসীদের পাশে
হুলুস্থুল পড়ে যায় মিড়িয়ায়।
কিছু কপট নিচ্ছে সুযোগ
বানবাসীদের জিনিসের অর্ধেক মূল্য হাঁকায়।
মানুষ মানুষের জন্য
বলি মোরা কথায় কথায়
এখন দেখি
এ কথার স্থান শুধু বইয়ের পাতায়।
ওহে বিত্তবান, চোখ মেলে দেখো
ঐ মানবতা ডুবে যায়
এত কাঁড়ি কাঁড়ি সম্পদ তোমার
কোন কাজে কি আসবে শেষবেলায়?