শান্তিতে নোবেল পাওয়া হে মহামানবগণ
অাপনাদের তরে আমার এই নিবেদন
প্রত্যাখ্যান করুন এই অ-মূল্য ধন
খুনি,ডাকাতেরাও পাচ্ছে এই সম্মান এখন।

রাখাইনে গণহত্যা সূচি নিশ্চুপ
নোবেল কমিটি দিয়েছে ডুব
অাপনাদের বিবেকও কি পেয়েছে লোপ
সূচির বিরুদ্ধে কেন নেই বিক্ষোভ?

নোবেলজয়ীরা নোবেল ফিরিয়ে দিন
সূচির সাথে থাকা কি সমিচীন?
সূচির নোবেল রক্তে অশুচি মলিন
একদিন নিশ্চয় শুধিতে হবে তাকে এই ঋণ।

সূচি যদি হয় শান্তির প্রতীক
শান্তির সংজ্ঞাটা কি দাড়ায় ঠিক?
হিটলারকে পদক না দেওয়াটা তবে অযৌক্তিক
ধিক, এই পদক ধিক্।

বার্মার জনপদে, ঐ শোন মজলুম কাঁদে
মানবতা পড়ে অাছে খাঁদে
কি করুণ দৃশ্য ঐ নাফ নদে
কিছুই কি বলবেনা এর প্রতিবাদে।

অসহায় মানুষেরা রয়েছে চেয়ে
আপনারা চুপ কেন অশান্তির এই সময়ে
মানবতার চরম এই বিপর্যয়ে
শান্তির হাত দুটি দিন বাড়িয়ে।


কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত, প্রকাশকাল।
১২/০৯/১৭ইং