অাকাশে মূর্ত যম-কালো মেঘ!
কি ভয়ংকর গর্জন
দুঃসময় খুব কাছাকাছি
তবু অাত্নতুষ্টিতে মানুষ অচেতন।
বজ্রপাতের শব্দে যদি ঘুম না ভাঙে
তবে বৃষ্টিতে ভিজবেই তোমার
কষ্টার্জিত শুকনো ধান।
কবরের অন্ধকার নিয়ে
জঙ্গলে সন্ধ্যা নামে
পাখির ডানায় নিরবতা
সবকিছু শান্ত হলে তখন
লুটেরা গায় গান।
স্বজনের বুকে গুলি ছুড়ে
স্বজনের মৃত্যুর ক্ষণে
ক্ষতবিক্ষত, অাহত নারীকে
পশুর মতো সঙ্গমে বাধ্য
করে যে অসুরেরা
সমাজে তাদেরই শক্ত অবস্থান।
মেকি ভদ্রতা অার কতদিন?
শকুনের চোখ হতে
নিস্তার পাবে না কেউ,
চোখ মেলে দেখো
দুয়ারে অপেক্ষমাণ
ভয়ংকর ঝড় তুফান।
কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত,
প্রকাশকাল ২৩/০৯/১৭ইং