হেমন্তটা হাজির হলো তার বুকেতে সাম্য
শীত বা গরম নয় কোনটা যা সকলের কাম্য।
মানব হৃদয় হতো যদি হেমন্তেরই মতো
মিটে যেতো এই সমাজের দাঙ্গাফাসাদ যতো।
কারো প্রতি নয় বেশি রাগ, ছাড়টা হবে অল্প
শুনলে এমন দোষ কী বলো ভিন্নমতের গল্প?
নিরপেক্ষ থাকলে কাজী যায় সুবিচার পাওয়া
সে বিচারে কারো জীবন হয় না হঠাৎ হাওয়া।
নিরপেক্ষ ভোট যদি হয় আসবে গণতন্ত্র
আসুন সবাই ধারণ করি হেমন্তেরই মন্ত্র।