পথ অনেকেই রুদ্ধ করে কয়জন আছে পথ দেখায়?
হোঁচট খেলে কয়জন আছে সামনে চলার পাঠ শেখায়?
শুদ্ধ হবার যুদ্ধে এখন বন্ধু পাওয়া ডুমুর ফুল
বিপদ দেখে পালিয়ে যাবে সঙ্গী যতো ভ্রমরকূল।
হৃদয় আছে সব লোকেরই কয়টা হৃদয় প্রশস্ত
সুযোগ পেলে সব সাধুরা নেয় লুটে নেয় সমস্ত।
পথ হারালে পথ দেখাবে এমন মানুষ কোথায় পাই
ধাক্কা দেওয়ার মানুষ আছে টেনে তোলার মানুষ নাই।
বাধার দেয়াল টপকে যখন পৌছে যাবে শিখরে
কিছু অধম চাইবে তখন নামানো যায় কী করে?
মুখের খাবার কাড়ছে যারা সাম্যবাদী তারাই আজ
দুখীর দুখে দরদ দেখায়, মুখেই সারে টাকার কাজ।
মঞ্চ কাঁপায় বক্তৃতাতে বানরনাচন নাচে খুব
স্বার্থ আদায় হলেই দেখি গাধার মতো আছে চুপ।
কোলাকোলি করতে এসে ছুরি ঢুকায় পিঠে কেউ
থাকতে এসে সুযোগ বুঝে দখল করে ভিটে কেউ।
মানুষ খুঁজি মানুষ কোথায়? মুখোশ পড়ে আছে সব
বালু-চিনি এক থালাতে পৃথক করা অসম্ভব।