একজোড়া কবুতর, খাঁচায় পুষি
দেখতে কি সুন্দর খুব ভালবাসি
সুর তুলে ডাকে বাকবাকুম
মাতামাতি করে দিবানিশি।
রাজা রাণী নামটি ধরে
ডাকি কত অাদর করে
সেই ডাকে সাড়া দেয়
নাচে ঘুরে ফিরে।
দুটিতে সারাক্ষণ চলে খুনসুটি
কি মধুর জুটি
অবাক হয়ে দেখি
ওদের এই ছুটাছুটি।
ছেড়ে দিলে কি যে মহাখুশি
উড়ে চলে পাশাপাশি
ছন্দে ছন্দে বহুদুরে যায়
সারাক্ষণ করে ভালবাসাবাসি।
পাশে অাছে প্রিয় সদাই
খাবারের অভাব নাই
এমন সুখের জীবন দেখে
আমিও কাতর হিংসায়।
দু'জনাতে ভাব হলে
লোকে 'জোড়া কবুতর' বলে
আজ যেন কিছুটা বুঝি
কেন জোড়া কবুতর বলে।
দেখে দৃশ্য জুড়ায় দু চোখ
অাহা কি যে সুখ
এমন প্রেম রচিলে মানব
পৃথিবীটা হতো স্বর্গলোক।
মানুষ দেয় স্বার্থে চুমুক
জলে ভাসে তাই দুটি চোখ
সুখ পেতে মানব হৃদয়
কবুতর হৃদয় হোক।
কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত। ২৯/০৮/১৭ইং