নবাংশাদ কবিতা (সমপার্বিক সমচরণ)
----------------------------------

জালিম তোমার চোখ রাঙানি ভয় করি না
বুলেট বোমা কামান দেখে আর ডরি না
মৃত্যু ভয়ে মানুষখেকোর পা ধরি না।

মানবতার জন্য আমি মরবো হেসে
প্রতিবাদের ঝড় উঠাবো বীরেরবেশে
আগুন নিয়ে খেলছো যারা বুঝবে শেষে।

লেজে অাগুন দিচ্ছ যদি রাবণ মশাই
এবার তোমার লঙ্কা পুড়ে করব রে  ছাই
তৈরি থেকো সেই আগুনে পুড়তে সবাই।


নবাংশাদ কবিতার পূর্ণাঙ্গ গঠন।
---------------*********---------------
১/ কবিতার চরণ সংখ্যা ৯ টি।
২/ ৩টি স্তবক থাকবে প্রতি স্তবকে ৩টি করে চরণ।
৩/ কবিতাটি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরমাত্রিক এবং অক্ষরবৃত্তে আলাদা আলাদাভাবে লেখতে হবে।
৪/ তিন ছন্দেই প্রতি স্তবকে ৯ টি পূর্ণমাত্রার পর্ব থাকবে।
৫/ কবিতাটির স্তবকগুলো সমপার্বিক সমচরণ বা সমপার্বিক  অসমচরণ লেখা যাবে।
৬/ সমপার্বিক সমচরণ-(প্রতি চরণে ৩পর্ব)।
সমপার্বিক অসমচরণ-চরণগুলোর পর্ব অসমান হবে, তবে কোনো চরণ ৪ পর্বের বেশি হবে না।
৭/ সমচরণ এবং অসমচরণ কবিতার প্রত্যেক স্তবকের ৩ চরণের অন্ত্যমিল একই থাকবে, তবে অক্ষরবৃত্ত- অন্ত্যমিল ছাড়াও লেখা যাবে।
৮/ স্বরবৃত্তে ৪ মাত্রা এবং মাত্রাবৃত্তে ৪/৫/৬/৭ মাত্রা এবং স্বরমাত্রিকে ৪/৫, ৪/৬ মাত্রায় নবাংশাদ লেখতে হবে।
৯/ অক্ষরবৃত্তে ৬ এবং ৮ মাত্রায় সমপার্বিক সমচরণ এবং অসমপার্বিক অসমচরণ  (অমিল এবং সমিল) নবাংশাদ লেখা যাবে।

বি: দ্র:-নবাংশাদ কবিতা প্রচলিত ছন্দমাত্রা মেনে
একটা আলাদা ছন্দরীতি। এর আরো বহু গঠন রীতি আছে পরবর্তীতে প্রকাশ করা হবে।

* কবিতাটির প্রতি স্তবকে ৯ টি পর্ব,মোট ৯টি চরণ।
* কবিতাটির সর্বমোট ২৭টি পর্ব- ২৭=২+৭=৯

** স্বরবৃত্তে এবং মাত্রাবৃত্তে  ৪ মাত্রার পর্বে প্রতি স্তবকে মাত্রা ৩৬=৩+৬=৯.
মোট মাত্রা ১০৮=১+০+৮=৯.

** মাত্রাবৃত্তে-
* ৫ মাত্রার পর্বে প্রতি স্তবকে মাত্রা ৪৫=৪+৫=৯.
মোট মাত্রা ১৩৫=১+৩+৫=৯.
* ৬ মাত্রার পর্বে প্রতি স্তবকে মাত্রা ৫৪=৫+৪=৯.
মোট মাত্রা ১৬২=১+৬+২=৯.
* ৭ মাত্রার পর্বে প্রতি স্তবকে ৬৩=৬+৩=৯.
মোট মাত্রা ১৮৯=১+৮+৯=১৮=১+৮=৯.

** অক্ষরবৃত্তে-
* ৬ মাত্রার পর্বে প্রতি স্তবকে মাত্রা ৫৪=৫+৪=৯.
মোট মাত্রা ১৬২=১+৬+২=৯.
* ৮ মাত্রার পর্বে প্রতি স্তবকে ৭২=৭+২=৯.
মোট মাত্রা ২১৬=২+১+৬=৯.

১৯৭১=১+৯+৭+১=১৮, =১+৮=৯ (নিউমারলজির সুত্র অনুযায়ী)
৯ মাস যুদ্ধ করে আমাদের পূর্বসূরিরা এ দেশ স্বাধীন
করেছে।
৯ বিপ্লবের প্রতীক।
তাদের স্মরণে এই নবাংশাদ কবিতার কাঠামো গঠন করা হয়েছে।
      --------------------*********-------------------