বিজয়ের মাস এলে ইতিহাস খুলে
জাতির সম্মুখে ধরি ইতিহাস তুলে।
বিজয়ের মাস অার মার্চ মাস জুড়ে
ইতিহাস আলোচনা করি জোরেশোরে।
স্বাধীনতার স্বপক্ষে যাঁরা দিল প্রাণ
তাদের স্মরণে গাই কত শত গান।
কার বেশি অবদান যুদ্ধের সময়
এবিষয়ে দেশব্যাপী অালোচনা হয়।
ব্যানার আর ফেস্টুনে ভরে দেই দেশ
প্রতিযোগিতার খেলা জমে ওঠে বেশ।
ক্ষমতার মোহে সবে হয়ে যাই অন্ধ
কারা অাগে ফুল দিবো শুরু করি দ্বন্দ্ব।
বিজয়ের মাসে বাড়ে যোদ্ধার কদর
অতপর রাখি নাতো তাদের খবর।
অক্ষরবৃত্ত ৮+৬(চতুর্দশপদী)