চলো,ঐখানে, ঐ গাছতলায় বসি
পাশাপাশি বসে দুজন
এই নির্জন, স্তব্ধ রাতে
এই সংসারের ছোটখাটো দুঃখ ব্যাথা ভুলে
এসো,সুখ সাগরে ভাসি কিছুক্ষণ।।
দ্যাখো! আকাশে কি চমৎকার
স্বচছ নির্মল পুর্নিমার চাঁদ,
হাতে হাত রাখো সখি
রাতজাগা পাখির মত প্রেমালাপে ডুবে
এসো, জোৎস্নায় করি অবগাহন।।
শোন, ঐ বাতাস কি বলে গেল কানে কানে
প্রেমময় কাব্যসুধায়
সারারাত মৃদু ছোঁয়ায়
আমাদের সঙ্গী হয়ে থাকবে
মাদকতায় ভুলিয়ে দিবে
মানবজন্মের সব যাতনা দহন।।
পুনরাবৃত্তির বৈচিত্র্যহীন এই জীবনে
অনেক পাওয়া না পাওয়ার মাঝে
তোমরা উষ্ণ আলিঙ্গনে
জীবনের সেরা পাওয়া হোক
এই মোহনীয় লগন।।