সব সম্ভবের দেশ এই বাংলায়
শাসকের যোগ্যতা কি আর চাই
উত্তোরাধিকার এখানে যোগ্যতার মাপকাঠি
ক্ষমতার উৎস গোলা বারুদ লাঠি
অারো অাছে ধর্ম, মোক্ষম পুঁজি
গদি পেতে ভন্ডরা সাজে সাধু হাজি।
গদি চাই গদি চাই যে কোন উপায়
বৈধ বা অবৈধ তাতে কি আসে যায়।
এই দেশে জ্ঞানী, গুণী, সম্মানী তারাই
বাকী সব জঞ্জাল কোন দাম নাই।
চেপে গেলে মানুষের ন্যায্য দাবী
সে হয় সময়ের সেরা বুদ্ধিজীবী
ক্রমাগত গায় যারা শাসকের গুণগান
তাদেরি নাম যশ, তারাইতো খ্যাতিমান।
শাসকের অন্যায়ে জ্ঞানী বাধা দিলে
কটাক্ষে তাকে তারা পাগল আর দালাল বলে
মেরুদন্ডহীন স্তাবকেরা করে বিষোদগার
চলে হুমকি ধমকি, খুন, গুম, বলাৎকার।
জেল জুলুম অত্যাচার অস্ত্রের ভয়
প্রতিবাদীর কন্ঠ রোধে শাসকেরা নির্দয়
শাসকেরা মেধাবীদের যমের মত ভয় পায়
দেশজুড়ে মুর্খরা থাক, শাসকেরা চায়।
হে শাসকেরা, তোমরা কি জানো
রাজা মহারাজা হতে লাগেনা যোগ্যতা কোনো!
মুচি মারা গেলে এলাকায় ভোগান্তি হয়
রাজা মারা গেলে তেমনটা নয়।
এই দেশে গুণিদের কদর নাই
নোবেল পাওয়াটা এই দেশে বড় অন্যায়।
মহামানব কি রোজ রোজ হালি হালি জন্মায়?
মহামানুষ তৈরি হয় দীর্ঘ ত্যাগ ও সাধনায়
কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত, প্রকাশকাল।
০১/০৯/১৭ ইং