কৃষকের মন বেজায় খুশি ফলছে ফসল ভালো
এবার বুঝি দুঃখ যাবে ঘরটা হবে আলো।
মাঠে গেলে দুচোখ জুড়ায় ক্ষেত ভরা তার সোনা
পুকুরেতে খেলা করে রুই কাতলের পোনা।
বাজারমূল্য ভাল পেলে থাকবে না আর ঋণ
আধাঁর ঘুচে আসবে আলো রঙিন হবে দিন।
বউকে দিবে গয়না গড়ে লাল পাড়ের এক শাড়ি
ছনের চালা ভেঙে এবার করবে টিনেরবাড়ি।
পোলাপানের নতুন জামা আনবে শহর থেকে
মাকে দিবে চশমা কিনে চোখে যেন দেখে।
পান খেয়ে মুখ রাঙ্গা করে ভাবছে কত কি
সইবে কি সুখ এই কপালে হজম হবে ঘি!
বস্তাভরে ফসল নিয়ে শহরপানে যায়
পানির চেয়ে সস্তা দামে মূল্য বুঝে পায়।
দুর্ভাগা এই দেশের কৃষক নাই ফসলের দাম
মধ্যভোগী রস চেটে খায় কৃষক জড়ায় ঘাম।
উৎপাদনের খরচ তুলে পায় না খোঁজে লাভ
সুখের সাথে কৃষককূলের হয় না কভূ ভাব।
যত্ন করে সবার মুখের খাবার ফলায় যারা
এই সমাজে অবহেলার পাত্র হলো তারা।
তারা থাকে অনাহারে রোগে শোকে কাবু
তাদের মেরে পয়সাঅলা সাজে মহাবাবু।
বড় বড় সাহেববাবু কপটতা ছাড়ো
কৃষকেরই পণ্য ছাড়া চলতে কি গো পারো?
নোংরা বলে তোমরা যাদের দাও সরিয়ে দূরে
তাদের হাতে তৈরি সবই খাচ্ছো উদরপুরে।
বড় গাড়ি, দালানকোঠায় পেটটি কি আর ভরে
কৃষক যদি না বাঁচে গো সবাই যাবো মরে।
দেশের ভালো দশের ভালো করতে যদি চাও
কৃষক এবং তার ফসলের সঠিক মূল্য দাও।