বুদ্ধের বাণী শিষ্যের তরে
'জীবহত্যা মহাপাপ'
শিষ্যের কাছে গুরুর এ বাণী
যেন প্রলাপ।
মশা মারা নিষেধ যে ধর্মে
তারা কিনা মানুষ মারে
নারকীয় কর্মে মেতেছে ওরা
সারা অারাকান জুড়ে।
বুদ্ধের বাণী নিষ্ফলা আজ
ভক্তরা করে ভন্ডামি
মানুষকে ওরা জীব ভাবেনা
হায় কি পাগলামি।
শান্তিতে নোবেলজয়ী
সূচি অাজ মহাখুনী
নোবেল কমিটি নিশ্চুপ কেন
চোখে কি পড়েছে ছানি?
হে মহাজ্ঞানী গৌতম
অাপনার শিষ্যরা মস্ত কসাই
আপনি বলেছেন' জীবহত্যা মহাপাপ'
ওরা করে মানুষ জবাই।