কি মাটিতে গড়া এই বস্
সারাক্ষণ করে বসগিরি
খায় শুধু রস।

কি মাটিতে গড়া এই বস্
ঘুরেফিরে ধরে দোষত্রুটি
ডাকে সে অলস।

কি মাটিতে গড়া এই বস্
কাজ করে মরন আমার
তার নামযশ।

কি মাটিতে গড়া এই বস্
নিয়মের নামে বাড়াবাড়ি
দশে চায় দশ।

কি মাটিতে গড়া এই বস্
চায় তার করি চামচামি
মানি যেন বশ।

কি মাটিতে গড়া এই বস্
কম দিতে মজুরী আমায়
খাটায় মগজ।

কি মাটিতে গড়া এই বস্
স্বজনপ্রীতিতে উস্তাদ সে
সুবিচারে ধস।

কি মাটিতে গড়া এই বস্
চাঁচাছোলা কথা তার মুখে
নেই রসকষ।

কি মাটিতে গড়া এই বস্
তার কাছে যায়না পাওয়া
সুখের পরশ।

কি মাটিতে গড়া এই বস্
সব তিনি একাই বুঝেন
বাকিরা নিরস।




কবিতাটি কবি কর্তৃক সংরক্ষিত, ( অক্ষরবৃত্ত ছন্দ)
প্রকাশকাল   ০৬/১০/১৭ইং