ভালোবাসা মানে মায়ের গর্ভে দশমাস দশদিন,
ভালোবাসা মানে মায়ের কাছে পাহাড় সম ঋণ।
ভালোবাসা মানে চৈত্রের দুপুরে বাতাস করা হাত,
ভালোবাসা মানে মায়ের বুকের শীতে উষ্ণ তাপ।
ভালোবাসা মানে অসুখ আমার সব যন্ত্রণা তার‌ই,
ভালোবাসা মানে আমার মায়ের তাহাজ্জুদে আহাজারি।
ভালোবাসা মানে জ্বরের নিশিতে আঁচল ছেড়া পট্টি,
ভালোবাসা মানে মায়ের আবদার 'খেয়েনে খোকা ক'টি।'
ভালোবাসা মানে আদরে মোড়ানো কপালে মায়ের চুম,
ভালোবাসা মানে খোকা ফিরবে বাড়ি তাই মা নির্ঘুম।
ভালোবাসা মানে ঘুম চোখে রাতে মায়ের খাওয়ানো ভাত,
ভালোবাসা মানে মায়ের ডাকে সূচনা নবপ্রভাত।
ভালোবাসা মানে বাড়ি ফিরলে আমি মা খুশিতে উন্মুখ,
ভালোবাসা মানে ঢাকা ফেরা পথে মায়ের ভেজা চোখ।
ভালোবাসা মানে চোখে ভেসে উঠা আমার মায়ের মুখ,
ভালোবাসা মানে যার অনুভবে ভিজে যায় দুই চোখ।
ভালোবাসা মানে দুঃখে-কষ্টে মনে পড়ে যায় যাকে,
ভালোবাসা মানে অসুখ সারতে লাগবে আমার মা'কে।
ভালোবাসা মানে আমার কাছে আমার মা-বাবা,
ভালোবাসা মানে 'রাব্বিরহামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।'