তোমায় কতটা ভালোবাসি তুমি কি তা জানো?
বুকটা চিড়ে দেখতে চাও ছুড়ি খঞ্জর আনো।
বানিয়েছে তোমায় স্রষ্টা কি সুন্দর নিদর্শন,
দিল হয়ে যায় বৈরাগি আমার হলে তোমার দর্শন।
আছার খায় মনটা আমার দেখলে তোমার অঙ্গ
বিধাতা তার তৈরীতে দেখাইছে কত রঙ্গ।
বড় মাপের ডাকাত তুমি কেড়ে নিয়েছ সব,
আহার ঘুম কেড়ে নিয়েছ তোমারই নাম করি যপ।
সবই আমার দিয়েছি তোমায় অস্তিত্ত এখন বিলিন
অশ্রু নয়নে হয়ে যায় সাগর দেখলে তোমায় মলিন।